মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ নির্মূলে মুন্সিগঞ্জ পুলিশ কর্তৃক রোড- শো

2

াৃ

পুলিশ সুপার জনাব, বিপ্লব বিজয় তালুকদারের নেতৃত্বে মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ নির্মূলে মুন্সিগঞ্জ জেলা পুলিশ কর্তৃক রোড- শো মুন্সিগঞ্জ পুলিশ অফিস হতে শুরু হয়ে সিরাজদীখান থানাধীন ইছাপুরা বাজারে শেষ হয়। পথিমধ্যে সিপাহীপাড়া মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মুন্সীগঞ্জ-০৩ আসনের মাননীয় সংসদ মৃনাল কান্তি দাস (এমপি) অংশ গ্রহণ করেন। এবং সিরাজদীথান থানাধীন ইছাপুরা বাজারে অনুষ্ঠিত পথসভায় মুন্সীগঞ্জ-০১ আসনের মাননীয় সংসদ জনাব সুকুমার রঞ্জন ঘোষ (এমপি) অংশ গ্রহন করেন।এ ছাড়াও টংগীবাড়ী থানাধীন বেতকা বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়।  উক্ত রোড শো তে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের জনসাধারণ ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের স্বতঃফূর্ত অংশ গ্রহনে রোড- শো আরো প্রাণবন্ত হয়ে উঠে।

4

6

মাদক,সন্ত্রাস ও জঙ্গিবাদ নিমূলে চৌকিদারী প্যারেড ও মতবিনিময় সভা

“জঙ্গীবাদের ঠিকানা, সোনার বাংলায় হবেনা” এই শ্লোগান সামনে রেখে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিমূলে চৌকিদারী প্যারেড ও মতবিনিময় সভা পুলিশ সুপার জনাব বিপ্লব বিজয় তালুকদার এর সভাপত্বিতে পুলিশ লাইন্স, মুন্সীগঞ্জ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পুলিশের সকল স্থরের সদস্য সহ মুন্সীগঞ্জ জেলার সকল ইউনিয়নের চৌকিদার, দফাদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
IMG_0387DSC08719DSC08735DSC08749

পুলিশ সুপার, মুন্সীগঞ্জ কতৃৃক বিদায়ী সংবর্ধনা প্রদান

মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব বিপ্লব বিজয় তালুকদার কনস্টেবল জনাব রমজান আলীকে বিদায় সংবর্ধনা প্রদান করেন।
DSC08677

পুৃলিশ সুপার, মুন্সীগঞ্জ কর্তৃক GPA-5 অর্জনকারী মেধাবী ছাত্র-ছাত্রীদের উপহার প্রদান।

মুন্সীগঞ্জ জেলায় কর্মরত পুলিশ সদস্যদের সন্তানগন যারা ২০১৬ সালে অনুষ্ঠিতব্য এস.এস.সি পরীক্ষায় G.P.A 5 অর্জন করেছেন,
তাদের মধ্যে মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব বিপ্লব বিজয় তালুকদার উপহার প্রদান করেন।
DSC08663DSC08666DSC08668

পুলিশের বিশেষ অভিযানে নির্বাচনী এলাকা থেকে উদ্ধার

মুন্সিগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে নির্বাচনী এলাকা থেকে উদ্ধারকৃত ককটেল, রামদা ও আগ্নেয়াস্ত্র। ৫৮ টি তাজা ককটেল মুন্সিগঞ্জ থানার মোল্লাকান্দি ইউ পি এর আমঘাটা গ্রাম থেকে আর ১৯ টি রামদা, ১ টি চাইনিজ কুড়াল, ২ টি শটগান, ১ টি পাইপগান, ১ টি পিস্তল, ৩ টি পিস্তলের ম্যাগজিন, ১৬ রাউন্দ শটগানের গুলি উদ্ধার হয়েছে গজারিয়া থানার হুসেন্দি ইউ পির হুসেন্দি গ্রাম থেকে।

13247910_1039658969461662_4690374490154326259_o

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানা এলাকায়

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানা এলাকায় টঙ্গীবাড়ী থানার এসআই/ মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে এসআই/মেোঃ সাখাওয়াত হোসেন,এএসআই/আলম সোরয়ার্দী, এএসআই/ইব্রাহিম মিয়া ও সঙ্গীয় কং/৭৯৭ দেলোয়ার হোসেন, কং/৫১৮ মিজানুর রহমান সহ ট্ঙ্গীবাড়ী থানার জিডি নং-১৬২, তারিখ-০৪-১১-২০১৫ খ্রিঃ মূলে থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা ও অবৈধ অস্ত্র এবং মাদক দ্রব্য উদ্ধারের জন্য অভিযান পরিচালনাকালে টঙ্গীবাড়ী থানাধীন আব্দুল্লাহপুর চৌ-রাস্তা হতে তালিকাভূক্ত সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সেন্টু উরফে পিচ্চি সেন্টু (৩৫), পিতা্-মৃত জয়নাল বেপারী, সাং- পশ্চিম সোনা রং, থানা-টঙ্গীবাড়ী, জেলা-মুন্সীগঞ্জকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর স্বীকারোক্তি মোতাবেক অবৈধ অস্ত্র উদ্ধার ও তার সঙ্গীয় সন্ত্রাসীদের গ্রেফতারকরার লক্ষ্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন, মুন্সীগঞ্জ সার্কেল, মুন্সীগঞ্জ এর নেতৃত্বে অফিসার ইন-চাজ জনাব মোঃ আলমগীর হোসাইন, টঙ্গীবাড়ী থানা,অফিসার ইন-চাজ জনাব মোঃ আবুল কালাম, ডিবি, মুন্সীগঞ্জসহ টঙ্গীবাড়ী থানা ও ডিবি মুন্সীগঞ্জ পুলিশের যৌথ অভিযানে অদ্য ০৫-১১-২০১৫ খ্রিঃ তারিখ রাত অনুমান ০৩.০০ ঘটিকায় অস্ত্র উদ্ধারের জন্য টঙ্গীবাড়ী থানাধীন কাঠাদিয়া-শিমূ্লিয়া ইউপি এলাকার ঈদগাহ মাঠ সংলগ্ন মাকুহাটি গামী রাস্তার মোর হতে অনুমান ১০০ গজ উত্তর পূব দিকে পৌছলে আগে হতে উৎ পেতে থাকা অজ্ঞাতনামা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাথারীভাবে গুলি করতে থাকে। পুলিশ ও আত্নরক্ষার্তে পাল্টা গুলি চালায়। গোলাগুলি চলাকালীন সময়ে গ্রেফতারকৃত তালিকা ভুক্ত সন্ত্রাসী সেন্টু উরফে পিচ্চি সেন্টু সুযোগ বুঝে পালিয়ে যায়। প্রায় আধা ঘন্টা গোলা-গুলি চলার পর  পুলিশের  উপর আক্রমনকারী সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থলের আশে-পাশে তল্লাশী করাকালে পলাতক সন্ত্রাসীকে গুলিবৃদ্ধ অবস্থায় পাওয়া যায়। টঙ্গীবাড়ী থানার তিন জন পুলিশ সদস্য এসআই/ মোঃ জসিম উদ্দিন,কং/৭৯৭ দেলোয়ার হোসেন ও কং/৫১৮ মিজানুর রহমান আহত হয়। আহতদের তাৎক্ষনিক ভাবে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে আনাহলে কতব্যরত চিকিৎসক সন্ত্রসী সেন্টু উরফে পিচ্চি সেন্টুকে রাত্রী ০৪.১৫ ঘটিকায় মৃত ঘোষনা করেন।আহত পুলিশ সদস্যগণ চিকিৎসাধীন রয়েছে।ঘটনাস্থল হতে পুলিশ দুই রাউন্ড গুলি ভর্তি একটি রিভলবার, ০১ টি চাইনিজ কুড়াল,০২ টি রামদা, ০৫ টি রড উদ্ধার করা হয়।এতে টঙ্গীবাড়ী থানার এসআই/ মোঃ জসিম উদ্দিন তার নামে ইস্যুকৃত পিস্তল হতে দুই রাউন্ড,কং/৭৯৭ দেলোয়ার হোসেন নামে ইস্যুকৃত  শট গান হতে এগার রাউন্ড, কং/৫১৮ মিজানুর রহমান নামে ইস্যুকৃত  শট গান হতে দশ রাউন্ড এবং কং মাসুদ পারভেজ এর নামে ইস্যুকৃত   চায়না রাইফেল হতে ছয় রাউন্ড গুলি করে। সন্ত্রসী সেন্টু উরফে পিচ্চি সেন্টু একজন তালিকাভুক্ত সাজাপ্রাপ্ত কুখ্যাত সন্ত্রাসী। মৃত সন্ত্রসী সেন্টু উরফে পিচ্চি সেন্টু টঙ্গীবাড়ী থানার ১. মামলা নং-২১, তারিখ-২২-০৫-২০১৫, ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড,২. মামলা নং-৩২, তারিখ-৩০-০৫-২০১৫, ধারা-দ্রুত বিচার আইনের ৪(১),৩. মামলা নং-০৩, তারিখ-০৪-০৫-২০১২,ধারা-১৪৩/৩২৩/৩৪২/৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড,৪.মামলা নং-০২, তারিখ-০৪—১০-২০০৮,ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)এর৩(খ),৫.মামলা নং-২৩, তারিখ-২১-০৩-২০১৪,ধারা-১৯৭৮ সনের অস্ত্র আইনের ১৯-এ এবং ৬. মামলা নং-০২, তারিখ-০৩—০৯-২০০৬ ধারা-১৪৩/৩২৩/৩২৪ পেনাল কোড এর এজাহার নামীয় আসামী।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের “প্রবাসী কল্যাণ সহায়তা সেল” এর কাযক্রম চালু

মুন্সীগঞ্জ জেলা পুলিশের “প্রবাসী কল্যাণ সহায়তা সেল” এর কাযক্রম চালু

ব্যাংক/বীমা অথ লেনদেনকারী প্রতিষ্ঠানের সাথে সার্বিকযোগাযোগ রক্ষাকরে প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদান নিশ্চিত করা হয়েছে।

ব্যাংক/বীমা অথ লেনদেনকারী প্রতিষ্ঠানের সাথে সার্বিকযোগাযোগ রক্ষাকরে প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদান নিশ্চিত করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশের “প্রবাসী কল্যাণ সহায়তা সেল” এর কাযক্রম চালু

মুন্সীগঞ্জ জেলা পুলিশের “প্রবাসী কল্যাণ সহায়তা সেল” এর কাযক্রম চালু