মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানা এলাকায়

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানা এলাকায় টঙ্গীবাড়ী থানার এসআই/ মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে এসআই/মেোঃ সাখাওয়াত হোসেন,এএসআই/আলম সোরয়ার্দী, এএসআই/ইব্রাহিম মিয়া ও সঙ্গীয় কং/৭৯৭ দেলোয়ার হোসেন, কং/৫১৮ মিজানুর রহমান সহ ট্ঙ্গীবাড়ী থানার জিডি নং-১৬২, তারিখ-০৪-১১-২০১৫ খ্রিঃ মূলে থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা ও অবৈধ অস্ত্র এবং মাদক দ্রব্য উদ্ধারের জন্য অভিযান পরিচালনাকালে টঙ্গীবাড়ী থানাধীন আব্দুল্লাহপুর চৌ-রাস্তা হতে তালিকাভূক্ত সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সেন্টু উরফে পিচ্চি সেন্টু (৩৫), পিতা্-মৃত জয়নাল বেপারী, সাং- পশ্চিম সোনা রং, থানা-টঙ্গীবাড়ী, জেলা-মুন্সীগঞ্জকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর স্বীকারোক্তি মোতাবেক অবৈধ অস্ত্র উদ্ধার ও তার সঙ্গীয় সন্ত্রাসীদের গ্রেফতারকরার লক্ষ্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ ইমদাদ হুসাইন, মুন্সীগঞ্জ সার্কেল, মুন্সীগঞ্জ এর নেতৃত্বে অফিসার ইন-চাজ জনাব মোঃ আলমগীর হোসাইন, টঙ্গীবাড়ী থানা,অফিসার ইন-চাজ জনাব মোঃ আবুল কালাম, ডিবি, মুন্সীগঞ্জসহ টঙ্গীবাড়ী থানা ও ডিবি মুন্সীগঞ্জ পুলিশের যৌথ অভিযানে অদ্য ০৫-১১-২০১৫ খ্রিঃ তারিখ রাত অনুমান ০৩.০০ ঘটিকায় অস্ত্র উদ্ধারের জন্য টঙ্গীবাড়ী থানাধীন কাঠাদিয়া-শিমূ্লিয়া ইউপি এলাকার ঈদগাহ মাঠ সংলগ্ন মাকুহাটি গামী রাস্তার মোর হতে অনুমান ১০০ গজ উত্তর পূব দিকে পৌছলে আগে হতে উৎ পেতে থাকা অজ্ঞাতনামা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাথারীভাবে গুলি করতে থাকে। পুলিশ ও আত্নরক্ষার্তে পাল্টা গুলি চালায়। গোলাগুলি চলাকালীন সময়ে গ্রেফতারকৃত তালিকা ভুক্ত সন্ত্রাসী সেন্টু উরফে পিচ্চি সেন্টু সুযোগ বুঝে পালিয়ে যায়। প্রায় আধা ঘন্টা গোলা-গুলি চলার পর  পুলিশের  উপর আক্রমনকারী সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থলের আশে-পাশে তল্লাশী করাকালে পলাতক সন্ত্রাসীকে গুলিবৃদ্ধ অবস্থায় পাওয়া যায়। টঙ্গীবাড়ী থানার তিন জন পুলিশ সদস্য এসআই/ মোঃ জসিম উদ্দিন,কং/৭৯৭ দেলোয়ার হোসেন ও কং/৫১৮ মিজানুর রহমান আহত হয়। আহতদের তাৎক্ষনিক ভাবে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে আনাহলে কতব্যরত চিকিৎসক সন্ত্রসী সেন্টু উরফে পিচ্চি সেন্টুকে রাত্রী ০৪.১৫ ঘটিকায় মৃত ঘোষনা করেন।আহত পুলিশ সদস্যগণ চিকিৎসাধীন রয়েছে।ঘটনাস্থল হতে পুলিশ দুই রাউন্ড গুলি ভর্তি একটি রিভলবার, ০১ টি চাইনিজ কুড়াল,০২ টি রামদা, ০৫ টি রড উদ্ধার করা হয়।এতে টঙ্গীবাড়ী থানার এসআই/ মোঃ জসিম উদ্দিন তার নামে ইস্যুকৃত পিস্তল হতে দুই রাউন্ড,কং/৭৯৭ দেলোয়ার হোসেন নামে ইস্যুকৃত  শট গান হতে এগার রাউন্ড, কং/৫১৮ মিজানুর রহমান নামে ইস্যুকৃত  শট গান হতে দশ রাউন্ড এবং কং মাসুদ পারভেজ এর নামে ইস্যুকৃত   চায়না রাইফেল হতে ছয় রাউন্ড গুলি করে। সন্ত্রসী সেন্টু উরফে পিচ্চি সেন্টু একজন তালিকাভুক্ত সাজাপ্রাপ্ত কুখ্যাত সন্ত্রাসী। মৃত সন্ত্রসী সেন্টু উরফে পিচ্চি সেন্টু টঙ্গীবাড়ী থানার ১. মামলা নং-২১, তারিখ-২২-০৫-২০১৫, ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড,২. মামলা নং-৩২, তারিখ-৩০-০৫-২০১৫, ধারা-দ্রুত বিচার আইনের ৪(১),৩. মামলা নং-০৩, তারিখ-০৪-০৫-২০১২,ধারা-১৪৩/৩২৩/৩৪২/৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড,৪.মামলা নং-০২, তারিখ-০৪—১০-২০০৮,ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)এর৩(খ),৫.মামলা নং-২৩, তারিখ-২১-০৩-২০১৪,ধারা-১৯৭৮ সনের অস্ত্র আইনের ১৯-এ এবং ৬. মামলা নং-০২, তারিখ-০৩—০৯-২০০৬ ধারা-১৪৩/৩২৩/৩২৪ পেনাল কোড এর এজাহার নামীয় আসামী।