message

আমি অত্যন্ত আনন্দচিত্তে আপনাদের সকলকে মুন্সীগঞ্জ জেলা পুলিশের ওয়েব পেইজে স্বাগত জানাচ্ছি। ঔপনিবেশিক শাসক গোষ্ঠীর স্বাথ© রক্ষার জন্য পুলিশ বাহিনী গঠিত হলেও তা বত©মানে আইনের শাসনের প্রতীক হিসাবে সকলে নিকট বিবেচিত হচ্ছে। এই নতুন যাত্রা শুরু হয়েছিল মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যার সূচনালগ্নে রাজারবাগ পুলিশ লাইন্স এর অকুতোভয় ও দেশপ্রেমিক পুলিশ সদস্যগণ হানাদার পাকিস্থানী বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল। সেই প্রথম প্রহরে অসংখ্য পুলিশ সদস্য অকাতরে প্রাণ বিসজ©ন দিয়েছিলেন। তারপর থেকে প্রতিনিয়ত পরিবত©নের মধ্যে দিয়ে আজকের পুলিশ বাহিনী সু-শৃঙ্খল, দক্ষ, জনবান্ধব, জবাবদিহিতামূলক ও প্রযুক্তি নিভ©র বাহিনীতে পরিণত হয়েছে। আজকে এ বাহিনীর মূল লক্ষ্য ও আদশ© হলো পুলিশ ও জনগণের মধ্যে দূরুত্ব হ্রাস করে অবিচল আস্থা, সমঝোতা ও পারস্পারিক শ্রদ্ধাবোধ সৃস্টির মাধ্যমে গভীর সম্পক© গড়ে তোলা।

পেশাদার বাহিনী হিসেবে সমাজ থেকে চুরি, ডাকাতি, রাহাজানি, মাদকদ্রব্যের ব্যবহার, জুয়া্, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন, এসিড নিক্ষেপ, মারামারিসহ সকল সামাজিক অপরাধ দূর করণার্থে পুলিশ বাহিনী গুরুত্বপূণ© ভুমিকা পালন করে আসছে।সমাজের আইনের শাসন প্রতিষ্ঠা ও সকলের নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সে লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন কম©কান্ড ও তথ্য নিয়ে প্রথমবারের মত চালু হতে যাচ্ছে মুন্সীগঞ্জ জেলা পুলিশের ওয়েব পেইজ।সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রাচীন জনপদ মুন্সীগঞ্জ এর জনগন এই ওয়েব পেইজের মাধ্যমে পুলিশ বাহিনীর বিভিন্ন কম©কান্ড ও তথ্য জানা এবং প্রয়োজনীয় সেবা নিতে পারবে।আমি বিশ্বাস করি মুন্সীগঞ্জ জেলা পুলিশের এই ওয়েব পেইজ নতুন দিগন্ত খুলে দিবে যা আমাদের লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে।

জেলা পুলিশের এই উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এর সাফল্য কামনা করছি।