Biography of Police Super

জনাব মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম গত ০৪ আগস্ট ২০১৬ খ্রিঃ মুন্সীগঞ্জ জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিঁনি ১০ ডিসেম্বর ২০০৩ খ্রিঃ এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। চাকুরী জীবনে এএসপি সদর সার্কেল, নীলফামারী, এএসপি পুঠিয়া সার্কেল, রাজশাহী , সিনিঃ এসি ডিবি (উত্তর), ডিএমপি, সিনিঃ এএসপি হাইওয়ে পুলিশ, এডিসি (এষ্টেট এন্ড ডেভেলপমেন্ট) ডিএমপি, এডিসি (ট্রাফিক-দক্ষিণ), ডিএমপি, এডিসি (হেডকোয়ার্টর্স), ডিএমপি, ডিসি (পিওএম-পূর্ব), ডিএমপি ও অতিরিক্ত দায়িত্বে ডিসি (কল্যাণ ও ফোর্স), ডিএমপি, ঢাকা গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ডি আর কঙ্গোতে দায়িত পালন করেন। কর্মজীবনে তিঁনি আইজিপি ব্যাচ ০৩ (তিন) বার, রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম(সেবা), জাতিসংঘ শান্তি রক্ষা পদকে ভূষিত হন। ব্যক্তিগতভাবে তিনি বিভিন্ন সামাজিক সংগঠনে দায়িত্ব পালন করছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন, ২২ তম বিসিএস ফোরাম, বৃহত্তর ফরিদপুর চাকুরীজীবি সমিতি, ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি, প্রশাসনিক ও শৃঙ্খলা উপ- কমিটি অফিসার্স ক্লাব, ঢাকা ও বাংলাদেশ ভলিবল ফেডারেশন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হতে কৃতিত্বের সহিত বিএসসি এগ্রিল, ইঞ্জিনিয়ারিং ও এম এস ইন ফুড টেকনোলজী ডিগ্রী লাভ করেন।